অনেকে বলেন, ‘ককটেল’ ছবিতে ডায়ানার সৌন্দর্য নাকি ম্লান করে দিয়েছে দীপিকা পাড়ুকোনকেও। প্রথম ছবি ‘ককটেল’ দিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন ডায়ানা পেন্টি। সেটা ২০১২ সালের কথা। বলিউডে নয় বছরের ক্যারিয়ারে সাতটি ছবি মুক্তি পেয়েছে ডায়ানার।